এ বছর হজের খুতবা দিবেন শায়খ আব্দুল করিম

০৬ জুলাই ২০২২

আরাফাতের ময়দানে এ বছর পবিত্র হজের খুতবা পাঠ করবেন মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব এবং ইসলামিক স্কলারদের সংগঠনের সভাপতি শায়খ ড. মোহাম্মদ বিন আব্দুল করিম আল ঈসা। ৯ জিলহজ আরাফাত ময়দানে মসজিদে নামেরায় তিনি হজের খুতবা পাঠ করবেন। এদিন মসজিদে নামেরায় নামাজের ইমামতিও করবেন তিনি।

 

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এক রাজকীয় ফরমানে এ বছর হজের খুতবার জন্য শায়খ ড. মোহাম্মদ বিন আব্দুল করিম আল ঈসার নাম ঘোষণা করেছেন।

 

এবছর পবিত্র হজের খুতবা এবার বাংলাসহ ১৪টি ভাষায় সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে লাইভ অনুবাদ সম্প্রচার করা হবে। আরও বেশি শ্রোতার কাছে সংযম ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি সরকার।


মন্তব্য
জেলার খবর