বিদ্যুৎ উৎপাদনের উপকরণের দাম সারা বিশ্বে বেড়ে যাওয়ায় দেশের সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ‘যুদ্ধের কারণে তেল, ডিজেল, এলএনজি- সবকিছুর দাম অনেক বেড়ে গেছে। এখন বিদ্যুৎকেন্দ্র চালিয়ে রাখা কষ্টকর হয়ে গেছে।’
বুধবার (৬ জুলাই) সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের উদ্বোধন অনুষ্ঠানে এ আহবান জানান। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
করোনা, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাব তুলে তুলে ধরে সরকার প্রধান বলেন, করোনার কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। নানা সমস্যা হয়েছে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ আরো সমস্যা তৈরি করেছে। রাশিয়ার ওপর আমেরিকা ও ইউরোপের স্যাংশন সংকট আরো ঘনীভূত করেছে, এর প্রভাব সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও পড়েছে। এগুলো মোকাবিলা করেই আমাদের এগোতে হচ্ছে, আমরা দেশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।
এমকে