বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহবান প্রধানমন্ত্রীর

০৬ জুলাই ২০২২

বিদ্যুৎ উৎপাদনের উপকরণের দাম সারা বিশ্বে বেড়ে যাওয়ায় দেশের সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ‘যুদ্ধের কারণে তেল, ডিজেল, এলএনজি- সবকিছুর দাম অনেক বেড়ে গেছে। এখন বিদ্যুৎকেন্দ্র চালিয়ে রাখা কষ্টকর হয়ে গেছে।’

বুধবার (৬ জুলাই) সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের উদ্বোধন অনুষ্ঠানে এ আহবান জানান। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

করোনা, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাব তুলে তুলে ধরে সরকার প্রধান বলেন, করোনার কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। নানা সমস্যা হয়েছে।  রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ আরো সমস্যা তৈরি করেছে। রাশিয়ার ওপর আমেরিকা ও ইউরোপের স্যাংশন সংকট আরো ঘনীভূত করেছে,  এর প্রভাব সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও পড়েছে। এগুলো মোকাবিলা করেই আমাদের এগোতে হচ্ছে, আমরা দেশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।

এমকে


মন্তব্য
জেলার খবর