কোটি টাকা আমানতের অ্যাকাউন্ট বাড়ছে দেশে

১৭ মার্চ ২০২২

দেশের ব্যাংকে কোটি টাকা আমানতের অ্যাকাউন্ট সংখ্যা বেড়েছে। এক বছরের ব্যবধানে বেড়েছে ৮ হাজার ৮৬টি। এখন কোটি আমানত রাখা অ্যাকাউন্টের সংখ্যা ১ লাখ ১ হাজার ৯৭৬টি। আর করোনার ২১ মাসে (মার্চ-২০২০ থেকে ডিসেম্বর-২০২১) এমন অ্যাকাউন্ট বেড়েছে ১৯ হাজার ৩৫১টি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে।  ব্যাংকাররা জানান, কোটি টাকা আমানত রাখা অ্যাকাউন্ট দিয়ে কোটিপতি মানুষের সংখ্যা নিরুপণ করা যায় না। কারণ হিসেবে বলেন, ব্যাংকে এক কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তি ছাড়া অনেক প্রতিষ্ঠানও রয়েছে। তাছাড়া নির্দিষ্ট সীমা না থাকায় অনেকে এমন একাধিক অ্যাকাউন্ট খোলেন।

প্রতিবেদনটি বলছে, ২০২০ সালের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে কোটি টাকার বেশি আমানতের অ্যাকাউন্ট ছিল ৯৩ হাজার ৮৯০টি। পরের বছর শেষে এর সংখ্যা দাঁড়ায় এক লাখ এক হাজার ৯৭৬টি। ২০২০ সালের মার্চে যখন করোনা সংক্রমণ শুরু হয়, তখন কোটি টাকার বেশি আমানত রাখা অ্যাকাউন্ট ছিল ৮২ হাজার ৬২৫টি। ২০২১ সালের সেপ্টেম্বরে এ সংখ্যা ১ লাখ ছাড়ায়।

এমকে


মন্তব্য
জেলার খবর