রামপালে ফল মেলার উদ্বোধন করলেন বন ও পরিবেশ উপমন্ত্রী

০৬ জুলাই ২০২২

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি :

"বছরব্যাপী ফলের চাষে, অর্থ পুষ্টি দুই ই আসে"- এ প্রতিপাদ্য নিয়ে রামপালে জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। এদিকে উদ্বোধনের অনুষ্ঠান শেষে সরকারর আবাসন প্রকল্পের আওতায় নতুন ঘর পাওয়া ৫৪ জন উপকারভোগীর মাঝে ফলদ, বৃক্ষের চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। তাছাড়া সমাজ সেবা অধিদফতরের আওতায় ৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, ২০ জন  দুস্থ, অসুস্থ ব্যক্তির প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক বিতরণ ও মহিলা বিষয়ক অধিদফতরের আওতায় মৎস্যজীবি গ্রামের দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন উপমন্ত্রী।

মেলা উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন, রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল প্রমুখ।

অমিত পাল/এমকে


মন্তব্য
জেলার খবর