চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত, ত্রাণ নিতে আসা যুবকের আত্মহত্যার চেষ্টা

০৬ জুলাই ২০২২

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:

সুনামগঞ্জে সজিব মিয়া (১৮) নামের এক বানভাসি বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। ত্রাণ সামগ্রী নিতে আসলে তার ইউনিয়নের চেয়ারম্যান তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করার পরেই তিনি এ ঘটনা ঘটান বলে জানা গেছে। বুধবার (৬ জুলাই) নবগঠিত মধ্যনগর সদর ইউনিয়নের সাল্লাইনী গ্রামে এ ঘটনা ঘটে। সজিব মিয়া সাল্লাইনী গ্রামের মঞ্জুরুল হকের ছেলে।

জানা গেছে, বুধবার মধ্যনগর সদর ইউনিয়নে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। সেখানে ত্রাণ নিতে সজিব মিয়া। এ সময় ইউপি চেয়ারম্যান বাবু সন্দীপ তালুকদার টিটু তাকে প্রথমে গালমন্দ ও পরে মারপিট করেন। এরপর তিনি বাড়ি ফিরে ঘরের দরজা আটকে দিয়ে বিষপান করে আত্নহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে আশেপাশের লোকজন ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে ও পাশ্ববর্তী উপজেলার কলমাকান্দা হাসপাতালে নিয়ে যায়।

ইউপি চেয়ারম্যান বাবু সন্দীপ তালুকদার টিটু বলেন, আমি ওই যুবককে কোনো আঘাত করিনি, অপমানও করিনি। মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক জানান, কোন অভিযোগ এখনো পাইনি, পেলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর