কমলো সোনার দাম

০৬ জুলাই ২০২২

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে নির্ধারিত নতুন দর বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে কার্যকর হবে। বুধবার এ ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দর অনুযায়ী  ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৮ হাজার ৩৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (৬ জুলাই) পর্যন্ত প্রতি ভ‌রি সোনা কেনাবেচা হয় ৭৯ হাজার ৫৪৮ টাকায়।

বাজুস জানায়, বৃহস্পতিবার থেকে ভরিপ্রতি সোনা ২১ ক্যারেট  ৭৪ হাজার ৮৮২ টাকায়, ১৮ ক্যারেট ৬৪ হাজার ১৫২ টাকায় এবং সনাতন পদ্ধতি ক্ষেত্রে ৫৩ হাজার ৪৭৯ টাকায় বেচাকেনা হবে। তবে রুপার দাম আগেরটাই বহাল থাকবে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর