চাটমোহর (পাবনা)প্রতিনিধি:
পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় মোটরচালিত ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন ভ্যানটির চালকও। চাটমোহর-বাঘাবাড়ি আঞ্চলিক সড়কের মন্ডতোষের যাত্রী ছাউনী এলাকায় ৬ জুলাই (বুধবার) সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রী হলেন- চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের নতুনপাড়া গ্রামের হাকিম উদ্দিনের ছেলে আফসার আলী (৫০) এবং আহত চালকের নাম আ. মমিন (৬৫) । বাজারে নিজের জমিতে উৎপাদিত পটল বিক্রি করে ওই ভ্যানে বাড়ি ফিরছিলেন আফসার আলী।
জানা গেছে, আফসার আলী বুধবার সকালেই ভাঙ্গুড়া বাজারে গিয়েছিলেন পটল বিক্রি করতে। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনাস্থলে আরেকটি দ্রুতগামী মোটরচালিত ভ্যান পেছন থেকে আ. মমিনের ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আ. মমিনের অটোভ্যানটি উল্টে যায়, আফসার আলী ভ্যানের নিচে পড়ে মারাত্মক আহত হন এবং আ. মমিন সামান্য আহত হন। তাদেরকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে আফসার আলী মারা যান। গুনাইগাছা ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এম এ জিন্নাহ/এমকে