রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু ১৭ জুলাই

০৭ জুলাই ২০২২

আগের ধারাবাহিকতায় বর্তমান নির্বাচন কমিশন (ইসি)নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে। ১৭ জুলাই থেকে শুরু হওয়া এ সংলাপের নির্ধারিত কোনও আলোচ্য সূচি থাকছে না, আলোচনা হবে উন্মুক্ত। প্রতিদিন গড়ে চারটি দলের সঙ্গে সংলাপ হবে, ৩১ জুলাইয়ের মধ্যে সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানের। বুধবার (৬ জুলাই) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। সংবাদ সম্মেলেন সংলাপের সময়সূচিও জানানো হয়। দেশে নিবন্ধিত দল ৩৯টি।

সংলাপ প্রসঙ্গে ইসি বলছে, প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা, দুপুর ১২টা থেকে ১টা, বিকাল আড়াইটা থেকে সাড়ে ৩টা এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত মোট চার ধাপে  সংলাপ হবে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপ হবে ৩১ জুলাই। তার আগে ২০ জুলাই বিএনপির সঙ্গে সংলাপ করতে চায় ইসি। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ছাড়া বাকি সব দলের সঙ্গে সংলাপ হবে এক ঘণ্টার। আর আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে সংলাপ হবে  দুই ঘণ্টার। সংলাপের জন্য নির্ধারিত দলগুলোকে বৃহস্পতিবার (৭ ‍জুলাই) থেকে ধারাবাহিকভাবে  চিঠি দেওয়া  হবে।

ইসির তথ্যানুযায়ী সংলাপ শুরুর দিনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)এর সঙ্গে সংলাপ হবে প্রথমে। এরপর এদিন  বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ কংগ্রেস ও বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সঙ্গে সংলাপ হবে। ১৮ জুলাই বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), খেলাফত মজলিস ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি; ১৯ জুলাই বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল); ২০ জুলাই গণতন্ত্রী পার্টি ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও বিএনপি ; ২১ জুলাই বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও গণফ্রন্ট; ২৪ জুলাই বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় পার্টি (জেপি), জাতীয় সমাজতান্ত্রিক দল(জেএসডি) ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ; ২৫ জুলাই বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডি); ২৬ জুলাই জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বিকল্পধারা বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) ; ২৭ জুলাই বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জাকের পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগ ; ২৮ জুলাই গণফোরাম, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ( বাংলাদেশ ন্যাপ) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি; ৩১ জুলাই জাতীয় পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর