ঈদের আগে-পরে মিলে ১০ দিন নৌকা-লঞ্চে মোটরসাইকেল নিষিদ্ধ

০৬ জুলাই ২০২২

ঈদের আগের ৫ দিন ও পরের ৫ দিন- সব মিলে ১০ দিন সারাদেশে যাত্রীবাহী নৌকা ও লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করা হয়েছে। তবে এ সময়ে ফেরিতে মোটরসাইকেল তোলায় কোনো বাধা নেই। বুধবার (৬ জুলাই) এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

ঈদে ঘরমুখো মানুষ ও কর্মস্থলে ফেরা মানুষের লঞ্চে-নৌকায় ওঠা-নামার সুবিধায় বুধবার (৬ জুলাই) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এদিকে এমন নিষেধাজ্ঞার কারণে বাইকাররা অসন্তোষ প্রকাশ করেছেন।

অন্যদিকে ঈদে মোটরসাইকেল চলাচল নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হবে। মহাসড়কে মোটরসাইকেল, করিমন, নসিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ থাকবে। বুধবার (৬ জুলাই) বিকালে রাজধানী ঢাকার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে এক সভা শেষে এ সব কথা বলেন। দূরবর্তী স্থানে মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে সরকারি নির্দেশনা প্রতিপালনের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।

এমকে


মন্তব্য
জেলার খবর