দেশে বিদ্যমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বছর ঈদুল-আজহা উদযাপনে ৮ দফা নির্দেশনা অনুসরণ করতে হবে সবাইকে। সরকারের ধর্ম মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে ঈদ উপলক্ষে কোনও ধরনের আলোকসজ্জা করা যাবে না। ঈদের নামাজ আদায়ে প্রত্যেককে নিজের বাসা থেকে অজু করে ঈদগাহে/মসজিদে আসতে হবে। করোনার সংক্রমণরোধ নিশ্চিতকল্পে মসজিদ/ঈদগাহের অজুখানায় সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। জামাতে আগত মুসল্লিকে অবশ্যই মাস্ক পরতে হবে। মসজিদ/ঈদগাহে থাকা জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না। ঈদের নামাজ আদায়ের সময় কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়াতে হবে, এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে। করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে খতিব ও ইমামদের দোয়া করবেন। খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসন নির্দেশনাগুলোর বাস্তবায়ন নিশ্চিত করবেন। তাছাড়া পশু কোরবানির ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।
এমকে