মন্তব্য
রাজধানী ঢাকায় আবাসিক ও বাণিজ্যিক- দুই ধরনের ব্যবহারের ক্ষেত্রে প্রতি ইউনিট (১০০০ লিটার) পানির দাম ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। আগামী সেপ্টেম্বর থেকে নতুন দর কার্যকর হবে। বৃহস্পতিবার (৭ জুলাই) ওয়াসা পরিচালনা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
সভায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে আমেরিকা থেকে ঢাকায় অফিস করার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাকসিম এ খান ঈদ পরবর্তী দুই মাস এ সুযোগের জন্য ওয়াসা বোর্ডের কাছে অনুমতি চেয়েছিল।
এমকে