লজ্জা-শরম থাকলে লোডশেডিং নিয়ে কথা বলতো না বিএনপি: কাদের

০৭ জুলাই ২০২২

বিএনপি নেতাদের লজ্জা-শরম থাকলে তারা লোডশেডিং নিয়ে কথা বলতো না বলে মন্তব্য করেনছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন- তারা যখন বিদ্যুৎ নিয়ে কথা বলেন, তখন তাদের শাসনামলে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের সেই দুঃসময়ের কথা মনে পড়ে। তাদের শাসনামলে জনগণকে বিদ্যুতের পরিবর্তে খাম্বা ও পুলিশের গুলিতে লাশ উপহার দিয়েছিল।

বৃহস্পতিবার (৭ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্ভুক্ত নবগঠিত ৭৫টি ইউনিট কমিটির পরিচিতি সভায় এমন মন্তব্য করেন। রাজধানী ঢাকার রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা হয়।

দীর্ঘদিন পর সারাদেশে বিদ্যুতের লোডশেডিং ভয়াবহ আকারে রূপ নিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।  উদ্ভূত পরিস্থিতি বিষয়ে  ওবায়দুল কাদের বলেন, ‘সারা বিশ্বেই এখন বিদ্যুতের সমস্যা। সবাইকে ধৈর্য ধরে এ সমস্যা মোকাবিলা করতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী। আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রমুখ।

 

এমকে


মন্তব্য
জেলার খবর