রেমিট্যান্সের জোয়ার

০৮ জুলাই ২০২২

জুন মাসে কমলেও ঈদুল আজহাকে ঘিরে রেমিট্যান্সের জোয়ার এসেছে দেশে। গত ছয় দিনে ৭৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন বিদেশে অবস্থানরত বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধারা। গড় ধরলে প্রতিদিন এসেছে এক হাজার ১৩৮ কোটি টাকা।

নিজেদের পরিবার-পরিজন সুন্দরভাবে যেন ঈদ উদযাপন করতে পারে এবং কোরবানির পশু কিনতে পারে, সেজন্য প্রতিবছরই ঈদের আগে দেশে অর্থ পাঠান রেমিট্যান্স যোদ্ধারা। তাছাড়া ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে বিনিময় হারও ভালো পাওয়া যাচ্ছে এখন- এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, গত ছয় দিনে পাঠানো ডলার বাংলাদেশি মূদ্রায় বিনিময় করলে (প্রতি ডলার ৯৩ টাকা ৪৫ পয়সা) এ অর্থের পরিমাণ দাঁড়ায় ৬ হাজার ৮৩১ কোটি টাকা। গত জুন মাসে রেমিট্যান্স এসেছিল ১৮৩ কোটি ৭২ লাখ ডলার। তার আগের মে মাসে রেমিট্যান্স এসেছিল ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার। সে হিসাবে জুনে  আগের মাসের চেয়ে ৪ কোটি ৮০ লাখ ডলার কম রেমিট্যান্স আসে দেশে।

সদ্য বিদায়ী অর্থবছরে (২০২১-২২)ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলার। তুলনা করলে এ অর্থ তার আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম। ২০২০-২১ অর্থবছরে এসেছিল দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলার।

এমকে


মন্তব্য
জেলার খবর