শিনজোকে পেছন থেকে গুলি করা হয়

০৮ জুলাই ২০২২

গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন। তাকে পেছন থেকে গুলি করা হয়। দুটো গুলি তার ঘাড়ে ও বুকে লাগে। নারা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা এক সংবাদ সম্মেলনে এ খবর জানিয়েছেন। তারা বছেলেন, শিনজো আবের গায়ে যে গুলি লাগে তা হার্টের কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

 

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আবের প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। চিকিৎসকরা তার রক্ত বন্ধ করতে পারেননি। এ কারণেই তার মৃত্যু হয়েছে। অন্তত ২০ জন চিকিৎসক আবের চিকিৎসা দিচ্ছিলেন।

 

সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রথমে ১০ জন চিকিৎসা দিচ্ছিলেন। পরবর্তীতে এ সংখ্যা দ্বিগুন করা হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করা যায়নি। এতেই তার মৃত্যু হয়েছে।


মন্তব্য
জেলার খবর