বেলারুশের ২২ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কানাডার

১৮ মার্চ ২০২২

২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। অন্যদিকে, রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব।

 

আবার প্রতিবেশী দেশ বেলারুশের সঙ্গে রাশিয়ার রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে দেশটির একচেটিয়ে সমর্থন পাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন পরিস্থিতিতে বেলারুশের ২২ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিলো কানাডা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

কানাডা জানায়, ইউক্রেনে রাশিয়ার হামলাকে সমর্থন করায় বেলারুশের প্রতিরক্ষা বিভাগের সিনিয়র ২২ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়া জোলি এক বিবৃতিতে বলেন, রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। তাছাড়া পুতিনকে সাহায্য ও সমর্থন করার জন্য বেলারুশের নেতাদের জবাবদিহির আওতায় আনা হবে বলেও জানানো হয়। তিনি বলেন, যেকোনো পদক্ষেপ নিতে আমরা দ্বিধা করবো না।


মন্তব্য
জেলার খবর