৪শ’ পরিবারের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ

০৮ জুলাই ২০২২

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্রামে ৪শ’ গরীব পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আমেরিকা প্রবাসী জহিরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে এ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহারের মধ্যে রয়েছে- তেল, আলু, চিনি ও সেলাই।

দীর্ঘদিন পর বাড়ি ফিরে নিজেই এ উপহার আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- জহিরুল ইসলামের বড় ভাই খুলনাস্থ কেসিসি কাঁচাবাজার সমিতির সভাপতি শেখ নজরুল ইসলামসহ এলাকার বিভিন্ন পেশার মানুষ। এর আগে রোজার ঈদে গোশত কেনার জন্য জহিরুল ইসলামের পক্ষ থেকে পিরোলী এলাকার তিন শতাধিক গরীবকে ৬০০ টাকা করে দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে জহিরুল ইসলাম বলেন, আমি সব সময় এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সমাজের বিত্তবানদেরও উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাহলে সমাজে ধনী-দরিদ্র্যের বৈষম্য থাকবে না।

ফরহাদ খান/এমকে

 


মন্তব্য
জেলার খবর