শিডিউল বিপর্যয় ট্রেনে

০৮ জুলাই ২০২২

ঈদযাত্রার চতুর্থ দিন শুক্রবারে (৮ জুলাই) শিডিউল বিপর্যয় ঘটেছে প্রায় সবক’টি ট্রেনে। ফলে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। আষাঢ়ের ভ্যাপসা গরম সে ভোগান্তি আরেকটু বাড়িয়ে দিয়েছে। হাঁপিয়ে উঠেছে প্রাণ, বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের।

সিডিউল বিপর্যয়ের কারণে কমলাপুর স্টেশনে সকাল থেকে বিকাল পর্যন্ত যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। যাত্রীরা শুয়ে-বসে অপেক্ষা করছেন। প্ল্যাটফর্মে এবং যে দুই-একটি ট্রেন আসছে, সেগুলোর বগিতে তিল ধারণের ঠাঁই নেই। টিকিট কেটেও সিট পাননি অনেকে। বাড়ি ফেরার দৃঢ় প্রত্যয় থাকায় ঝুঁকি নিয়ে অনেকে উঠেছেন ছাদে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের থামাতে পারছে না। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়েই বেশিরভাগ দূরপাল্লার ট্রেন ছেড়ে গেছে এদিনে।

কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার গণমাধ্যমকে জানিয়েছেন,  অতিরিক্ত যাত্রী নিয়ে প্রতিটি ট্রেন ছেড়ে যাচ্ছে। যাত্রীদের ভিড় এত বেশি যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাদের নিরাপত্তা বিবেচনায় সার্বিক ব্যবস্থাপনা ঠিক আছে কিনা- যাচাই করে ট্রেন ছাড়া হচ্ছে। এ কারণে কিছুটা বিলম্ব হচ্ছে।

এমকে


মন্তব্য
জেলার খবর