এবার কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণ ও পাচার রোধ, কারা নির্াতিত আলেমদের মুক্তির দাবিতে ও পাঠ্যপুস্তকের সিলেবাসের মূল বই থেকে ইসলামি বিষয়াদি বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। শুক্রবার (৮ জুলাই) রাজধানী ঢাকায় এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, কোরবানির পশুর চামড়া এতিম, মিসকিনের হক। চামড়ার মূল্য বেশি হলে গরিবদের ও দেশের লাভ হবে। তাছাড়া চামড়া শিল্পও আজ ধ্বংসের পথে। লাখ টাকার গরুর চামড়া মাত্র একশ’ বা দুই শ’ টাকায় বিক্রি হচ্ছে।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি মজিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, দলটির নির্বাহী সভাপতি ও জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা একে এম আশরাফুল হক, পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংহতি মঞ্চের সদস্য সচিব অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান খান, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জাস্টিস পার্টি চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির অর্থ সচিব মাওলানা মোমিনুল ইসলাম প্রমুখ।
এমকে