সাবেক প্রধানমন্ত্রী শিনজোর মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

০৮ জুলাই ২০২২

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুর ঘটনায় বাংলাদেশে একদিনে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। শনিবার (৯ জুলাই) এ শোক পালন হবে বলে   শুক্রবার রাতে এক প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, শনিবার দেশের সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি সব ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা হবে। শিনজো আবেকে ‘বাংলাদেশের অকৃত্রিম বন্ধু’ আখ্যাও  দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

প্রসঙ্গত, শুক্রবার (৮ জুলাই) বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে দেশটি হাসপাতালে মারা যান ৬৭ বছরে মি. আবে। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন তিনি।

এমকে


মন্তব্য
জেলার খবর