মন্তব্য
এ বছর ঈদুল আজহার দিনে দু'এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
হালকা বৃষ্টি হতে পারে ঢাকাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে। আর মাঝারি বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু'এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবার দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়াসহ বজ্রপাত হতে পারে। সারা দেশে তাপমাত্রা দিন এবং রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এমকে