পরীমণিই নাসিরকে মারতে চেয়েছিলেন!

০৯ জুলাই ২০২২

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। ব্যবসায়ী নাসিরউদ্দিনের সাথে বিবাদে জড়িয়ে ছিলেন তিনি। ঢাকার বোটক্লাবে তাকে ধর্ষণ ও খুনের চেষ্টা করেছিলেন তিনি বলে অভিযোগ করেছিলেন পরীমণি। এবার নাসিরউদ্দিনই পাল্টা অভিযোগ আনলেন অভিনেত্রীর বিরুদ্ধে। পরীমণিই নাকি তাকে হত্যার চেষ্টা করেছিলেন, আদালতে মামলা করেছেন বলে জানিয়েছেন নাসিরউদ্দিন। ৬ জুলাই দাখিল হওয়া এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জানিয়েছে, এ বিষয়ে শুনানি আগামী ১৮ জুলাই।

 

এ মামলার আবেদনে পরীমণির বিরুদ্ধে হত্যার চেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয় দেখানোর অভিযোগ করেছেন নাসির। পরীমণির সঙ্গে তার সহযোগী বনি ও জিমির বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। নাসিরের এ মামলা নতুন করে শোরগোল ফেলেছে দেশের মিডিয়াঙ্গনে। ফের চর্চা শুরু হয়েছে এক বছর আগের ওই ঘটনা নিয়ে।

 

 

২০২১ সালের ৯ জুন রাতে ঢাকার বোট ক্লাবে গিয়েছিলেন পরীমণি ও তার সঙ্গীরা। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে- নায়িকার এমন অভিযোগে দেশজুড়ে হ‌ইচ‌ই পড়ে যায়। পক্ষে-বিপক্ষে তর্ক চলে দেদারসে।

 

এমনকি থানা পুলিশ তার অভিযোগ নিচ্ছে না বলেও ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর কাছে বিচার চান পরীমণি। এর পর ১৪ জুন ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসিরউদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে পরীমণি থানায় অভিযোগ করেন। গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকেই।


মন্তব্য
জেলার খবর