শিনজোকে হত্যাকারী যুবক আটক

০৯ জুলাই ২০২২

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করার দায় স্বীকার করেছেন অভিযুক্ত তাৎসুইয়া ইয়ামাগামি। নির্দিষ্ট একটি গোষ্ঠীর প্রতি বিদ্বেষের কারণেই তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা পুলিশের।

শুক্রবার রাতে পুলিশ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।

পুলিশ বলছে, ৪১ বছর বয়সী তাৎসুইয়া ইয়ামাগামি বেকার যুবক। একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি তিনি ঘৃণা পোষণ করতেন। শিনজো আবের সেই গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে সেই গোষ্ঠী কারা পুলিশ সেটা জানায়নি।


মন্তব্য
জেলার খবর