মন্তব্য
ইউক্রেন যুদ্ধে সহায়তা দেওয়ায় যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছে রাশিয়া। পশ্চিমাদের সতর্ক করে দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, আগের প্রখ্যাত সুপারপাওয়ার দেশকে তার জায়গায় ফিরিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে রাশিয়ার।
বৃহস্পতিবার তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। মেদভেদেভ অভিযোগ করেছেন, রাশিয়াকে হাঁটু মুড়ে বসতে বাধ্য করার প্রয়াসে ‘ঘৃণ্য’ রুশফোবিয়া তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এটি কাজ করবে না- আমাদের সব বর্বর শত্রুকে তাদের জায়গায় রাখার মতো শক্তি রয়েছে।
উল্লেখ্য, দিমিত্রি মেদভেদেভ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছিলেন মেদভেদেভ। বর্তমানে তিনি দেশটির নিরাপত্তা পরিষদের উপসচিব।