নিরেট ভালো মানুষ হিসেবে শাহরুখ খানের ভালোই সুনাম আছে বলিপাড়ায়। কারও সঙ্গে তার কখনও ঝামেলা হয়েছে, এমন শোনা যায় না সচরাচর। তবে ব্যতিক্রম বছর কয়েক আগের এক ঘটনা, যা অবাক করতে পারে তার অনুরাগীদের। ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র শোয়ে ঘরভর্তি দর্শকের সামনে শাহরুখকে অসম্মান করেছিলেন এক অধ্যাপিকা। তার প্রতিক্রিয়ায় শাহরুখ অবশ্য এতটুকু বিচলিত হননি। বরং ‘বাদশা’র মতোই সে দিনের অনুষ্ঠান সফল করেছিলেন।
মুম্বাই সংবাদমাধ্যমের খবর, অমিতাভ বচ্চন সে সময়ে শারীরিক অসুস্থতার কারণে কেবিসি সঞ্চালনা করতে পারছিলেন না। তাই সে ভার পড়েছিল শাহরুখের উপরে। সেখানেই প্রতিযোগী হয়ে এসেছিলেন ওই মহিলা। তবে যে কোনো কারণেই হোক, সম্ভবত শাহরুখের সঞ্চালনায় তার মন ভরছিল না। বার বার অভিনেতাকে খোঁচা দিয়ে কথা বলছিলেন তিনি। বিরূপ মন্তব্যও করছিলেন। শাহরুখও তার স্বভাবসিদ্ধ রসিকতায় সে সব পাশ কাটিয়ে যাচ্ছিলেন।
শেষে খেলা ছেড়ে উঠে যেতে চান সেই প্রতিযোগী। শাহরুখকে সকলের সামনে অপমান করে বললেন, ‘‘আপনাকে জড়িয়ে ধরার কোনো শখ নেই আমার। খেলা এখানেই শেষ করছি।’’ ঘরভর্তি লোক তাজ্জব। পিন পতনের নীরবতা চারপাশে। কিন্তু হেসে কথা বলে ওঠেন শাহরুখই। তার জবাবে হাততালি দিয়ে ওঠেন দর্শকেরা। শান্ত গলায় ‘বাদশা’ সেই মহিলাকে বলেছিলেন, ‘‘আপনি না হয় জড়ালেন না। কিন্তু জেতার পর আপনার মায়ের হাতে যদি চেকটা তুলে দিই, তিনি আমায় নিশ্চয়ই বুকে জড়িয়ে নেবেন।’’
কেবিসি-র তৃতীয় সিজনের সেই ঘটনা শাহরুখের এমন উপস্থিত বুদ্ধি এবং সৌজন্যের কারণেই স্মরণীয় হয়ে আছে। কিভাবে অপ্রিয় পরিস্থিতিতেও রাজার মতোই সবটা সামলে নেওয়া যায়, তা সে দিন প্রমাণ করে দিয়েছিলেন অভিনেতা-সঞ্চালক। সাধে কি বলে, কিং খান!