ইহুদি সংস্থার কার্যক্রম বন্ধের নির্দেশ রাশিয়ার

০৯ জুলাই ২০২২

দেশের অভ্যন্তরে একটি ইহুদি সংস্থার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে রাশিয়া। দেশটির বিচার মন্ত্রণালয় থেকে ‘জিউইশ এজেন্সি’ নামের ওই সংস্থাটিকে একটি চিঠি পাঠানো হয়েছে। রাশিয়ার এ পদক্ষেপ নিয়ে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে পরামর্শ করছে সংস্থাটিতে। খবর জেরুজালেম পোস্টের।

 

খবরে জানানো হয়, জিউইশ এজেন্সি’র সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষনিকভাবে কোনো মন্তব্য করেনি। তারা জানিয়েছে, প্রায়ই কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী নানা রকম পদক্ষেপ তাদের নিতে হয়। রুশ কর্তৃপক্ষের সঙ্গে এগুলো নিয়ে তারা নিয়মিত আলোচনায় বসে। সর্বশেষ নির্দেশ নিয়েও তাদের সঙ্গে বসেছে জিউইশ এজেন্সি।

 

ইসরাইলের এক কূটনীতিক জানিয়েছেন, রাশিয়া দাবি করছে যে, ওই এজেন্সিটি অবৈধভাবে রুশ নাগরিকদের তথ্য সংগ্রহ করছে। কূটনীতির মাধ্যমে বিষয়টির সমাধান করা হবে। এখনও আমরা স্পষ্ট নই ঠিক কী কারণে এ সংস্থাটির কার্যক্রম নিষিদ্ধ করলো রাশিয়া।


মন্তব্য
জেলার খবর