অন্যান্য বারের তুলনায় এবার ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক হচ্ছে, এ কারণে বিএনপি নেতাদের মন খারাপ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেছেন, পদ্মা সেতুর কারণে ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক হচ্ছে। এটা মানুষের বক্তব্য। অথচ বিএনপি নেতারা বক্তব্য রাখছেন- মানুষের ঈদ যাত্রায় দুর্ভোগ হচ্ছে। আসলে মানুষ ভালো আছে বিধায় তাদের মনটা খারাপ। শনিবার দুপুরে চট্টগ্রাম ডিসি অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠি ও মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ, চট্টগ্রাম প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুভিত্তিক বই এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জন্য ওষুধ হস্তান্তর উপলক্ষ্যে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী হাছান মাহমুদ।
ঈদুল আজহা ত্যাগ এবং মানুষে মানুষে ভ্রাতৃত্ব স্থাপনের শিক্ষা দেয় উল্লেখ করে মন্ত্রী হাছান মাহমুদ আশা প্রকাশ করেন, ঈদকে সামনে রেখে বিএনপি নেতারা দেশে মিথ্যাচার এবং জনগণকে বিভ্রান্ত করার রাজনীতিটা বন্ধ করবেন।
চট্রগ্রামের ডিসি মো. মমিনুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহাবুবুল আলম, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস প্রমুখ।
এমকে