ফের বিজ্ঞাপনের মডেল হলেন জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী বুবলী। নিজের ফেসবুক পেইজে ছবি পোস্ট করে নতুন বিজ্ঞাপনের খবরটি তিনি নিজেই জানিয়েছেন। বর্তমানে এ লাস্যময়ী বেশির ভাগ সময়ই চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন। এরই মধ্যে লম্বা বিরতির পর আবারও বিজ্ঞাপনে কাজ করলেন তিনি।
বৃহস্পতিবার নিজের ফেসবুক পেইজে বুবলী হাতে মেহেদি দেওয়া কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘New TVC is coming soon...’ নতুন বিজ্ঞাপনে কাজ করা নিয়ে বুবলী জানান, ‘সম্প্রতি মেহেদীর নতুন একটি বিজ্ঞাপনের শুটিং করেছি। কাজটি করে খুব ভালো লেগেছে। বিজ্ঞাপনের ক্ষেত্রে বরাবরই আমি একটু বেশি প্রাধান্য দেই কোয়ালিটিফুল পণ্যকে। এবারের বিজ্ঞাপনটিও তার বাইরে নয়।’
তিনি আরও বলেন, মেধাবী নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় রাঙাপরি মেহেদীর বিজ্ঞাপনের শুটিং করলাম। তার সঙ্গে এটা আমার প্রথম কাজ। খুব চমৎকার আয়োজনে কাজটি শেষ হয়েছে। আরিয়ান ও তার টিমের সাথে কাজ করে খুব ভালো লেগেছে। খুব শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।