৯৯৯ এ বাঁচার আকুতি, উত্তাল মেঘনা থেকে ৬০ যাত্রী উদ্ধার

০৯ জুলাই ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলায় উত্তাল মেঘনা নদী থেকে ৬০ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সদস্যরা। কাঠের ট্রলারে নদীটি পার হওয়ার সময় ট্রলারটি প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়লে জীবনের ঝুঁকি এড়াতে তাদের মধ্যে কেউ একজন জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ ফোন করে বাঁচার আকুতি জানালে সেখানে ছুটে যায় উদ্ধারকারীরা। এ সময় ট্রলারসহ দুই মাঝিকে আটক করা হয়। শনিবার (৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন শাফিউল কিঞ্জল জানান, লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট থেকে ভোলার ইলিশা লঞ্চঘাটের দিকে ৬০ যাত্রী নিয়ে ট্রলারটি রওনা দেন। পরে মাঝ নদীতে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে। ট্রলার মাঝিদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোলা সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর