সরকার বিরোধী দল দমনের চক্রান্ত করছে: মির্জা ফখরুল

১২ জুলাই ২০২২

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবৈধ সরকার ক্ষমতা চিরস্থায়ী করার প্রবল বাসনায় পরিকল্পিতভাবে দলীয় সন্ত্রাসীদেরকে দিয়ে বিরোধী দলকে দমন করার হীন চক্রান্ত করেছে। তার অংশ হিসেবে ধারাবাহিকভাবে হত্যা, নির্যাতন ও চাপাতি দিয়ে কোপানোর কর্মসূচি গ্রহণ করেছে। সরকারের প্রত্যক্ষ মদদে তাদের পালিত সন্ত্রাসীরা একের পর এক বিএনপিসহ বিরোধী নেতা-কর্মীদের হত্যা করছে। যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনিকে নির্মমভাবে হত্যা করা তারই একটি নারকীয় উদাহরণ মাত্র।’

 

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনিকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে যশোর শহরের বেজপাড়ায় আওয়ামী সন্ত্রাসীরা পৈশাচিক কায়দায় হামলা করে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও শোক প্রকাশ করে বিএনপি মহাসচিব এ বিবৃতি প্রদান করেন।

 

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতার শেষ সময়ে এসে তারা এখন মরণ-কামড় দিচ্ছে। ক্ষমতা হারানোর ভয়ে তাদের কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে। তাই সহিংস রক্তপাতের মধ্যদিয়ে নিজেদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই প্রতিটি হত্যাকাণ্ডেরই বিচার হবে বাংলাদেশের মাটিতে। সময় আর বেশিদিন নাই। এ সরকারের পতন অবশ্যম্ভাবী।’

 

তিনি বলেন, দোয়া করি- মহান রাব্বুল আলামিন যেন মরহুম বদিউজ্জামান ধনিকে বেহেস্ত নসিব করেন এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্যধারণের ক্ষমতা দান করেন।


মন্তব্য
জেলার খবর