মিস ওয়ার্ল্ড খেতাব পোল্যান্ডের ক্যারোলিনার

১৮ মার্চ ২০২২

মিস ওয়ার্ল্ডের ৭০তম আসরে সেরার খেতাব জিতলেন পোল্যান্ডের ক্যারোলিনা বিউলেস্কা। রানার আপ হয়েছের যুক্তরাষ্ট্রের শ্রী সাইনি। বৃহস্পতিবার মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বিশ্বসুন্দরীর খেতাব জিতলেও ক্যারোলিনা ভবিষ্যতে অনুপ্রেরণাদায়ী বক্তা হতে চান।

 

 

মিস ওয়ার্ল্ড বিজয়ী হিসেবে নিজের নাম শোনার পর ক্যারোলিনা বিউলেস্কার জানান, ‌‘মিস ওয়ার্ল্ডের মুকুট জেতার বিষয়টি এখনো বিশ্বাস হচ্ছে না। নিজের নাম শুনে আমি বিস্মিত হয়েছি। তবে আমি এই মুকুট পরতে পেরে সম্মানিত এবং মিস ওয়ার্ল্ড হিসেবে অর্পিত দায়িত্ব পালন করতে আমি মুখিয়ে আছি।’

 

বর্তমানে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর করছেন ক্যারোলিনা। তিনি পিএইডি করতে চান বলে জানিয়েছেন। পড়াশুনার পাশাপাশি মডেলিংয়েও যুক্ত ক্যারোলিনা।

 

একটি সংস্থার মাধ্যমে দুর্দশাগ্রস্ত মানুষের কল্যাণে কাজ করেন ক্যারোলিনা বিউলেস্কা। অবসরে সাঁতার ও স্কুবা ডাইভিং করতে ভালোবাসেন। টেনিস ও ব্যাডমিন্টনও খেলেন তিনি।


মন্তব্য
জেলার খবর