জার্মানিতে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ

১২ জুলাই ২০২২

বাল্টিক সাগরের ভিতর দিয়ে নর্ড স্ট্রিম পাইপলাইন–১ দিয়ে জার্মানিতে রাশিয়ার গ্যাস সরবরাহ আগামী ১০ দিনের জন্য বন্ধ করা হয়েছে। এটি মূলত রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের মূল পাইপলাইন। রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের অপারেটর কোম্পানি নর্ড স্ট্রিম এজি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণকাজের অংশ হিসেবে ওই পাইপলাইনে কাজ চলছে।

 

কোম্পানিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে কানাডা ও জার্মানিতে মেরামত করা টারবাইন সঠিক সময়ে ফেরত না আসায় এক দফা চ্যালেঞ্জের মুখে পড়ে রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি প্রতিষ্ঠানটি। এ কারণে সে সময় পাইপলাইনের মাধ্যমে জার্মানিতে সরবরাহ করা গ্যাসের পরিমাণ কমিয়ে আনতে বাধ্য হয় তারা। তবে এখন যান্ত্রিক পরীক্ষা এবং অটোমেশন সিস্টেম পরীক্ষাসহ রক্ষণাবেক্ষণের জন্য ইউরোপে রাশিয়ান গ্যাস রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এর আগে মস্কো বার বার সতর্ক করেছিল যে পশ্চিম দেশগুলোর বিলম্ব এবং অসহযোগিতার কারণে এ পাইপ লাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।

 

"নর্ড স্ট্রিম -১ পাইপলাইনের মাধ্যমে বছরে প্রায় ৫৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস উত্তর জার্মানিতে সরবরাহ করা হয় এবং সেখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে এসব গ্যাস পরিবহন করা হয় যা ইউরোপ মহাদেশের গ্যাসের চাহিদার ৪০ ভাগের চেয়েও বেশি।

 

গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে ইউরোপীয় দেশগুলো শীতকালীন সময়ের জন্য আলাদা করে গ্যাসের মজুদ করছে এবং তা ব্যবহার করতে  বাধ্য হচ্ছে। এমনকি ইউরোপের কিছু দেশ কয়লা উৎপাদনে ফিরে যাওয়ার বা বিকল্প উৎস ব্যবহার করার কথা ভাবছে। যেমন জার্মানি ঘোষণা করেছে যে তারা গ্যাসের খরচ বাঁচাতে নিজেদের কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলোকে গ্রিডে সংযুক্ত করবে৷ খবর পার্সটুডের।


মন্তব্য
জেলার খবর