গত ডিসেম্বরে রিজার্ভের পরিমাণ ছিল ৪৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার। সেটা মঙ্গলবার (১২ জুলাই) দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৮০ বিলিয়ন ডলারে। প্রায় দুই বছরের মধ্যে এটা নূন্যতম অবস্থান। এর মধ্যে অবশ্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (এসিইউ) আমদানির অর্থ পরিশোধের অনুমোদন দেওয়া হয়েছে। গত সপ্তাহে এসিইউর সঙ্গে ১ দশমিক ৯৯ বিলিয়ন ডলার মূল্যের আমদানি পেমেন্ট নিষ্পত্তি করেছে।
বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা এসিইউ সদস্য। এসিইউ এমন একটা ব্যবস্থা, যার মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলো আঞ্চলিক লেনদেনের জন্য আমদানি পেমেন্ট নিষ্পত্তি করে। এ ব্যবস্থায় দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোকে প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করতে হয়। আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় কয়েক মাস ধরে বাংলাদেশ ব্যাংকের ডলারের মজুত চাপে আছে।
এমকে