মন্তব্য
দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে চান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। চালের দাম স্থিতিশীল আছে উল্লেখ করে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে নিজ কার্যালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, সরকার চালের দাম নিয়ে কাজ করছি, মনিটরিংও আছে। বেসরকারি আমদানিও খুলে দিয়েছি। দেশে খাদ্যের অভাব হবে না। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাব প্রসঙ্গে খাদ্যমন্ত্রী জানান, আমাদের দেশে তিনবার ফসল উৎপাদন হয়, সেই দেশে খাদ্যের অভাব হবে সেটা আমরা মনে করি না।
এমকে