রাজধানী ঢাকায় যানজট নিরসনে ও স্বল্প সময়ে গন্তব্যে পৌছাতে সরকার রাজধানী ঢাকায় মেট্রোরেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করছে। চলতি বছরের ডিসেম্বরে সেই রেল চালু হচ্ছে। মেট্রোরেল চালুর বিষয়টি মঙ্গলবার (১২ জুলাই) সাংবাদিকদের জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানী ঢাকায় সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে বিষয়টি জানান।
সেতুমন্ত্রী জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে আগে ধীরগতি ছিল, এখন গতি বেড়েছে। এ প্রকল্পের অর্থায়নের সমস্যাটাও দূর হয়েছে। ২০২৩ সালের শেষের দিকে এক্সপ্রেসওয়ের উদ্বোধন করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন সড়ক পরিবহন মন্ত্রী।
বিমানবন্দর থেকে কমলাপুর ও নতুনবাজার থেকে পূর্বাচল পর্যন্ত সবমিলে ৩১.২৪ কিলোমিটার দৈর্ঘ্য পথে মেট্রোরেল নির্মিত হচ্ছে। এতে সরকারের খরচ ধরা হয়েছে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। এ টাকার মধ্যে জাপান সরকারের ঋণ সহায়তা রয়েছে ৩৯ হাজার ৪৫০ কোটি টাকা, বাকি ১৩ হাজার ১১১ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিলের।
অন্যদিকে শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় হচ্ছে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে-ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এর দৈর্ঘ্য হচ্ছে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। শুরুতে এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৯৪০ কোটি টাকা।
এমকে