নতুন সম্পর্কে অনন্যা

১৩ জুলাই ২০২২

বলিউডের এককালীন দাপুটে অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’-তে অভিনয়ের সুযোগ পেয়েছিল অনন্যা। এ ছবির হাত ধরে দর্শকের দরবারে অভিনেত্রী হিসেবে পরিচয় গঠন করার সুযোগ পান চাঙ্কি পাণ্ডের মেয়ে। এরপর বলিউডের দু-একটি ছবিতে কাজ করে অনন্যা। তবে বক্স অফিসে কোনো ছবিই লক্ষ্মীলাভে সফল হয়নি। অভিনয় জগৎ নিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে যত না এসেছেন তার চেয়ে বেশি লাইমলাইট ছিনিয়ে নিয়েছে অনন্যার ব্যক্তিগত জীবন। ঈশান খট্টরের সঙ্গে অনন্যার প্রেমের ভাঙা-গড়ার সম্পর্ক এক সময় হয়ে উঠেছিল পেজ থ্রি-র হট কেক। এখন অবশ্য সেসব অতীত। অনন্যা পাণ্ডের সঙ্গে এ মুহূর্তে নাম জড়িয়েছে ‘আশিকী টু’ খ্যাত অভিনেতা আদিত্য রয় কাপুরের। ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষা আদিত্য রয় কাপুরের সঙ্গে নাকি আজকাল মেলামেশা করছেন অনন্যা।

 

কিন্তু তারপরই একেবারে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সকলকে জানিয়েছে দু’জনেই আলাদা পথে হেঁটেছেন। বলি অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে কাজ করেছেন অনন্যা পাণ্ডে। সেই সময় কার্তিকের সঙ্গেও নাম জড়িয়েছিল অনন্যার। সিনেমার স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন তারা। অন স্ক্রিন কেমেস্ট্রির সেই রসায়ন বাস্তবে মোটেই টেকেনি। এরপর অনন্যার জীবনে আসে আরও এক পুরুষ। তিনি বিজয়। বিজয়ের সঙ্গে অনন্যার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। করণ জোহরের পার্টিতে এই জুটিকে একসঙ্গে হাজির হতেও দেখা গিয়েছিল। এই সম্পর্কের সুতোও আলাদা হয়েছে। বর্তমানে আদিত্য রয় কাপুরের সঙ্গে অনন্যার নতুন কোনো কেমেস্ট্রি তৈরি হয়েছে নাকি শুধুই বন্ধুত্ব সেটা তো সময়ই বলবে।


মন্তব্য
জেলার খবর