সুপারি বাগানে পড়েছিল কিশোরের গলাকাটা লাশ

১৩ জুলাই ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলায় সুপারি বাগানে পড়ে থাকা ওবায়দুল্লাহ (১৬) নামের এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ( ১৩ জুলাই) সকালে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রুহিতা গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।

ওবায়দুল্লাহ ওই গ্রামের মৃত আবদুল্লাহর ছেলে। স্থানীয় একটা মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছরে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। ভোলা সদর মডেল থানার (ওসি তদন্ত) আরমান হেসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ক্লু উদঘাটনে তদন্ত চলছে।

প্রসঙ্গত, ভোলা সদর উপজেলায় এ হত্যাকাণ্ডসহ ৩টি হত্যাকাণ্ড ঘটেছে গত ৪ দিনে। ফলে এলাকায় আতস্ক বিরাজ করছে।

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর