৯৫ লাখ চামড়া কিনবেন ট্যানারি মালিকরা

১৩ জুলাই ২০২২

সরকার নির্ধারিত দামে এ বছর ৯৫ লাখ কোরবানি পশুর (গরু, মহিষ, ছাগল, ভেড়া খাসির) চামড়া কিনবেন ট্যানারি মালিকরা। লবণযুক্ত চামড়া বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে কেনা শুরু করবেন তারা। বুধবার (১৩ জুলাই)  এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহিন আহমেদ। রাজধানী ঢাকায় ধানমন্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্যানারি মালিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এরই মধ্যে কোরবানির তিন দিনে বিভিন্ন ট্যানারি মালিক যার যার মতো করে কাঁচা চামড়া সংগ্রহ করেছেন। কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণে প্রয়োজনীয় কেমিক্যাল সুপারভাইজড বন্ড সুবিধার আওতায় ট্যানারিগুলো সংগ্রহ করে। তাই ট্যানারি শিল্পের স্বার্থে সুপারভাইজড বন্ড বহাল রাখা ও এর সুবিধা সুবিধা বাড়াতে সরকারের সহায়তা কামনা করছেন তারা।

এমকে

 


মন্তব্য
জেলার খবর