বিচারকার্যের গতি বাড়াতে হবে: আইনমন্ত্রী

১৩ জুলাই ২০২২

বিচারকার্যের গতি বাড়াতে হবে উল্লেখ করে দেশের বিচারকদের উদ্দেশ্যে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল যুগে বিশ্বব্যাপী কাজ করার গতি বহুগুণ বেড়ে গেছে। তাই দ্রুত বিচারকার্য কীভাবে সম্পন্ন করবেন, সেটা নিয়ে ভাবতে হবে। বুধবার (১৩ জুলাই) সহকারি জজ ও সমপর্যায়ের বিচারকদের ৪৬ ও ৪৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। রাজধানী ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ অনুষ্ঠান হয়।

বিচারপ্রার্থীরা দ্রুত ন্যায় বিচার চায় উল্লেখ করে আইনমন্ত্রী বিচারকদের উদ্দেশ্যে আরো বলেন, ডিজিটাল যুগে তারা বিচারের বিলম্ব ভালোভাবে দেখবে না। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড এবং জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড-এ দুটোর মধ্যে সমন্বয় করতে হবে। একটি ব্যালান্সের মধ্যে আসতে হবে। দ্রুত বিচারকার্যের জন্য মেডিকেল অফিসার বা তদন্ত কর্মকর্তা বা অন্য কোনো সাক্ষী যেদিন আদালতে সাক্ষ্য দিতে আসবেন, সেদিন যেন তার সাক্ষীটা হয়- সেটা বিচারকদের নিশ্চিত করতে হবে- যোগ করেন আইনমন্ত্রী। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এমকে


মন্তব্য
জেলার খবর