আওয়ামী লীগকে সরকার পতনের হুমকি দিয়ে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হবে। ষড়যন্ত্রের মাধ্যমে এর ব্যত্যয় ঘটাতে চাইলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণকে সঙ্গে নিয়ে তার দাঁতভাঙা জবাব দেবে আওয়ামী লীগ। বুধবার (১৩ জুলাই) এক বিবৃতিতে এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সহিংস রক্তপাতের মধ্য দিয়ে সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। তার এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবে আইনের শাসনের প্রতি পরিপূর্ণভাবে শ্রদ্ধাশীল। সাংবিধানিক নির্বাচন ছাড়া কখনো দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেনি তার দল। স্বাধীন বাংলাদেশে সাংবিধানিক পন্থায় স্বেচ্ছায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একমাত্র নজির সৃষ্টি করেছেন বঙ্গবন্ধুকন্যা। পক্ষান্তরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে অসংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছিল। পরবর্তীতে জিয়ার উত্তরাধিকার বেগম খালেদা জিয়াও ১৯৯৬ সালে ও ২০০৬ সালে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী হত্যার পথ বেছে নিয়েছিল। তারা ক্ষমতা চিরস্থায়ী করতে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একুশে আগস্টের মতো ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়েছিল।
এমকে