ঢাকা থেকে পদ্মা সেতু ভ্রমণে খরচ ৯৯৯ টাকা!

১৩ জুলাই ২০২২

কেবল একদিনের জন্য স্বপ্নের পদ্মা সেতু ভ্রমণে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। ২২ জুলাই আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত ‘ট্যুরিস্ট কোস্টারে’ ভ্রমণে দর্শনার্থীদের খরচ হবে মাত্র ৯৯৯ টাকা। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন করপোরেশনটির জনসংযোগ কর্মকর্তা মো. জিয়াউল হক হাওলাদার।

মি. হাওলাদার বলছেন, ৫০ শতাংশ ডিসকাউন্টে এ সুবিধা দেওয়া হবে ওই দিন। ভ্রমণ করতে চাইলে আগেই প্যাকেজ বুকিং করতে হবে। এ জন্য ০১৯৪১৬৬৬৪৪৪ নম্বরে কল দিলে বিকাশ নম্বর দেওয়া হবে। তাছাড়া পর্যটন ভবনেও বকিং করা যাবে।  বকিংটা হবে আগে এলে আগে পাবেন ভিত্তিতে।

তিনি আরো জানান,  ভ্রমণের দিন বিকাল ৪টায় ভ্রমণ শুরু হবে, রাজধানী ঢাকার আগারগাঁওয়ের পর্যটন ভবন থেকে। তার ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পদ্মা সেতু ও ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে নান্দনিক ভাঙ্গা চত্বর অবধি ভ্রমণ হবে।  ভাঙ্গা চত্বরে নাস্তা পরিবেশন করা  হবে। সেখান থেকে সন্ধ্যা ৭টায় আলোকসজ্জিত পদ্মা সেতু হয়ে ঢাকায় ফিরে আসা হবে। রাত ৯টায় ভ্রমণ শেষ হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর