স্বাস্থ্য অধিদফতর শুক্রবার (১৮ মার্চ) তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত দুইজন মারা গেছেন। পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১০৮ জনের নমুনায়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার এক দশমিক ১৬। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৪৫৯ জন।
স্বাস্থ্য অধিদফতর আরো জানায়, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৯ লাখ ৫০ হাজার ৪৬৫ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১১৪ জন, সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৮ হাজার ৬২০ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৭ লাখ এক হাজার ৭০২টি। শনাক্তের হার ১৪ দশমিক ২৪।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৯ হাজার ৩২২টি, পরীক্ষা হয়েছে ৯ হাজার ২৭৯টি। মারা যাওয়া দুই জনের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী, একজন ঢাকার আরেকজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। চিকিৎসাধীন দুজনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।
এমকে