শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজনে আশাবাদী জয়সুরিয়া

১৪ জুলাই ২০২২

চরম সঙ্কটের মধ্যদিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। অর্থনৈতিক সঙ্কটের সাথে সাথে চরম রাজনৈতিক সঙ্কট দেখা দিয়েছে দেশটিতে। দেশটির এ পরিস্থিতির জন্য রাজনীতিকদেরই দায়ী করলেন প্রাক্তন ক্রিকেটার সনৎ জয়সুরিয়া। দেশের পরিস্থিতি নিয়ে যেমন ক্ষুব্ধ, তেমনই সাধারণ মানুষের দুর্দশায় ব্যথিত বিশ্বকাপ জয়ী ক্রিকেটার।

 

শ্রীলঙ্কায় অস্থিরতা চললেও ক্রিকেটে তার প্রভাব পড়বে না বলে আশা প্রকাশ করে বলেছেন, ‘‘আমি আশাবাদী টি-টোয়েন্টি এশিয়া কাপ সুষ্ঠু ভাবেই আয়োজন করা যাবে। ক্রিকেটের জন্য কোনো সমস্যা হওয়ার কথা নয়। দেশের মানুষ ক্রিকেট ভালবাসে। ক্রিকেটারদের ভালবাসে। ক্রিকেটারদের বিরুদ্ধে তো মানুষের কোনো অভিযোগ নেই। শান্তিপূর্ণভাবে প্রতিযোগিতা আয়োজনের জন্য ক্রিকেট কর্তারা সমস্ত সহযোগিতাই পাবেন।’’

 

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দেন জয়সুরিয়া। দেশের মন্ত্রিত্বের দায়িত্বও সামলেছেন। তার মতে, দেশের দ্রুত গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে বর্তমান পরিস্থিতির উন্নতি হবে না। তিনি বলেছেন, ‘‘দেশের পরিস্থিতি ভীষণ খারাপ। মানুষ খুবই কষ্টের মধ্যে রয়েছেন। চেষ্টা করছি যতটা সম্ভব মানুষের পাশে দাঁড়ানোর। যতটা সম্ভব সাহায্য করার। দেশে জ্বালানি তেল নেই। ওষুধ নেই। বিদ্যুৎ নেই। সাধারণ মানুষের দুর্দশা বলে বোঝানো সম্ভব নয়।’’


মন্তব্য
জেলার খবর