বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় ৪ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে মিরাজুল ইসলাম (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী বুধবার রাতে তার বিরুদ্ধে থানায় মামলা করলে রাতেই তাকে গ্রেফতার করা হয়। ঘটনাটি উপজেলার সুঘাট বিনোদপুর গ্রামে ঘটে।
জানা যায়, ওই গৃহবধুকে বেশ কিছুদিন ধরে মিরাজুল ইসলাম কু-প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায় গত ১০ জুলাই সন্ধ্যায় মিরাজুল ইসলাম ভুক্তভোগীর বাড়িতে আসে। এরপর তার স্বামীকে নিয়ে বেড়াতে যায়। ভুক্তভোগী অসুস্থ্য হওয়ায় ঘরের দরজা না দিয়ে ঘুমিয়ে পরে। পরে মিরাজুল কৌশলে তার স্বামীকে বাইরে রেখে এসে রাত একটার দিকে তার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী চিৎকার করলে মিরাজুল পালিয়ে যায়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, অভিযুক্তকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
দীপক কুমার সরকার/এমকে