দুই ধাপে টিসিবির পণ্য পাবে এককোটি পরিবার

১৮ মার্চ ২০২২

দুই ধাপে সারা দেশে এককোটি পরিবারের মাঝে সাশ্রয়ী দামে নির্ধারিত ৫টি পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ও টিসিবির ট্রাক সেল থেকে এ পণ্য কেনা যাবে। প্রথম ধাপে বিক্রি শুরু হবে ২০ মার্চ, চলবে ৩১ মার্চ পর্যন্ত।  ৩ এপ্রিল থেকে দ্বিতীয় ধাপে পণ্য কিনতে পারবেন এসব পরিবার। এ কার্যক্রম বাস্তবায়নের সঙ্গে জনপ্রতিনিধি ও জেলা প্রশাসন সম্পৃক্ত থাকবে। শুক্রবার (১৮ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রাজধানী ঢাকার কাওরান বাজারে টিসিবি ভবনে এ সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, স্থানীয় জনসংখ্যা ও দারিদ্র্যের সূচক বিবেচনায় কার্ড দেওয়া হচ্ছে।  ঢাকা ও বরিশাল সিটি ছাড়া দেশের ৮৭ লাখ ১০ হাজার মানুষ   বিশেষ এ কার্ডের মাধ্যমে একসঙ্গে পণ্য কিনতে পারবেন । ঢাকার দুই সিটি করপোরেশন এবং বরিশাল সিটি করপোরেশন এ কার্ডের আওতার বাইরে থাকবে। ঢাকার দুই সিটির ১২ লাখ এবং বরিশালের ৯০ হাজার উপকারভোগী পরিবারকে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে পণ্য কিনতে হবে। করোনাকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নগদ সহায়তা দিতে যে তালিকা তৈরি করা হয়েছিল, তার মধ্য থেকে ৩০ লাখ পরিবার এ কার্ড পাচ্ছে। এসব পরিবার দুই লিটার সয়াবিন তেল (১১০ টাকা লিটার দরে), দুই কেজি চিনি (৫৫ টাকা দরে), দুই কেজি মসুর ডাল (৬৫ টাকা দরে), দুই কেজি ছোলা (প্রতি কেজি ৫০ টাকা) কিনতে পারবেন। প্রথম ধাপে ছোলা বিক্রি হবে না।

এমকে


মন্তব্য
জেলার খবর