গরম আরও কয়েক দিন থাকবে

১৪ জুলাই ২০২২

কয়েকদিনের ভ্যাপসা গরমে ত্রাহি অবস্থা জনজীবনে। এ গরম আরও কয়েকদিন থাকতে পারে। কারণ আগামী কয়েকদিনে টানা বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। ভ্যাপসা গরম কমতে হলে টানা বৃষ্টির দরকার। এমনটাই জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্টরা। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা কম থাকলেও গরম বেশি অনুভূত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে এ তাপমাত্রা রেকর্ড হয়েছে। তাছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৬,  ময়মনসিংহে ৩৫ দশমিক ৫, চট্টগ্রামে ৩৫ দশমিক ৫,  সিলেটে ৩৭ দশমিক ৩, রংপুরে ৩৬ দশমিক ৫, খুলনায় ৩৪ এবং বরিশালে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, ১৭-১৮ জুলাইয়ের দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। এতে ভ্যাপসা গরম কিছুটা কমে আসতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরনের সক্রিয় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়াসহ বজ্রপাত হতে পারে। তাছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর