বাসে উঠতে পারলেন না বৃদ্ধ, পা ফসকে পিষ্ট হলেন চাকায়

১৪ জুলাই ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহনে যাত্রীবাহী একটি চলন্ত বাসে উঠতে গিয়ে পা ফসকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়েছেন চিত্তরঞ্জন দাস (৬০) নামের এক বৃদ্ধ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে পশ্চিম চর উমেদ ইউনিয়নের ডাক্তার আজহারউদ্দিন ডিগ্রি কলেজের সামনে চরফ্যাশন-ভোলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  চিত্তরঞ্জন দাস ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নম গ্রামের হিরালাল দাসের ছেলে। পেশায় একজন লড্রি ব্যবসায়ী ছিলেন তিনি।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকায় নিজের মেয়েকে দেখতে যাচ্ছিলেন তিনি। এ জন্য বাসে উঠতেছিলেন। লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন,  দুর্ঘটনা ঘটানো বাসটি এখনো শনাক্ত করা যায়নি। তবে সন্দেহজনক দুটি বাস আটক করা হয়েছে।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর