ভয়াবহ বন্যার পূর্বাভাস

১৫ জুলাই ২০২২

সাম্প্রতিক সিলেট অঞ্চলের স্মরণকালের ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই দেশে ধেয়ে আসছে আরেকটি ভয়াবহ বন্যা। সামনের মাস আগষ্টে এ বন্যা হতে পারে। কৃষিমন্ত্রীর কাছে এমন-ই পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) কৃষিখাতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) নিয়ে পর্যালোচনা সভায় এ বন্যার পূর্বাভাস দেন মন্ত্রী নিজেই। সচিবালয়ে মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে কৃষিসচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে এ সভা হয়।

সাম্প্রতিক সিলেট, সুনামগঞ্জসহ দেশের ১২ জেলায় যে বন্যা হয়েছে, তাতে প্রায় একশ’ এর মতো মানুষের প্রাণহানি ঘটেছে। বিশেষ করে সিলেট অঞ্চলে প্রাণহানি হয়েছে বেশি। বানভাসি মানুষের ভোগান্তির পাশাপাশি ফসলের, মাছের ঘের-পুকুরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

আগস্টের বন্যায় কৃষির ক্ষতি ঠেকানোর বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয় সেভাবেই প্রস্তুতি নিয়েছে। এটা রুটিন কাজের একটি। ব্যাপক পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একইসাথে নাবী জাতের (লেইট ভ্যারাইটি) ধান চাষে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

কৃষিমন্ত্রী জানান, কৃষিতে বন্যা, খরা, সাইক্লোনসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কৃষি মন্ত্রণালয় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। দেশের কৃষি প্রকৃতিনির্ভর এবং কৃষি সবসময়ই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকে।

এমকে


মন্তব্য
জেলার খবর