চাটমোহরে ফুটবল টুর্নামেন্ট শুরু

১৮ মার্চ ২০২২

এম এ জিন্নাহ, চাটমোহর:

পাবনার চাটমোহরে শুরু হয়েছে চাটমোহর উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট। মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করেছে উপজেলা ক্রীড়া সংস্থা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে (১৭ মার্চ) এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। গুনাইগাছা খেলার মাঠে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি মো. সৈকত ইসলাম।

টুর্নামেন্টে চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা দল অংশ নিচ্ছে। গুনাইগাছা, হরিপুর ও বালুচর- তিনটি ভেন্যুতে খেলা হবে। প্রথম দিনের খেলায় মথুরাপুর ইউনিয়ন ও বিলচলন ইউনিয়ন দল এবং  ফৈলজানা ও পাশ্বডাঙ্গা ইউনিয়ন দল তাদের ক্রীড়া নৈপূণ্যতা প্রদর্শন করে।

এদিকে উদ্বোধনের সময় চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র ও ক্রীড়াবিদ প্রফেসর আ. মান্নান, গুনাইগাছা ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু, বিলচলন ইউপি চেয়ারম্যান মো. আকতার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর