মন্তব্য
দক্ষিণ কোরিয়ার বুচেন আন্তর্জাতিক ফ্যান্টাসটিক চলচ্চিত্র উৎসবে নুহাশ হুমায়ূন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’- পুরস্কৃত হয়েছে। ‘বুচেন চয়েস’ ক্যাটাগরিতে ‘জুরিস চয়েস ফর শর্ট ফিল্ম’ পুরস্কার পেয়েছে স্বল্পদৈর্ঘ্যটি। ‘বুচেন চয়েস’ ক্যাটাগরির সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ফ্রান্সের ‘লুইসিয়েন ইন অ্যা ওয়ার্ল্ড উইদাউট সলিটিউড’।
‘মশারি’ চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। এ উৎসবে অংশ নিতে গত ৮ই জুলাই নুহাশ হুমায়ূনের সঙ্গে দক্ষিণ কোরিয়া গিয়েছেন সুনেরাহ।