ইন্দিরা গান্ধি রূপে কঙ্গনা

১৫ জুলাই ২০২২

মাথায় কাঁচা-পাকা চুল, ন্যুড মেকআপ, প্রকাশ্যে ‘ইমারজেন্সি’র প্রথম লুক। পর্দায় এলেন ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। অভিনয়ে কঙ্গনা রানাউত। ইন্দিরার সাজে চমকে দিলেন অভিনেত্রী।

 

সেই চুলের কায়দা, সেই দৃপ্ত মুখ।প্রস্থেটিক মেক আপে কঙ্গনাকে চেনা দায়। ছবির লুক প্রকাশ্যে এনে অভিনেত্রী লেখেন, ‘বিশ্বের ইতিহাসে অন্যতম শক্তিশালী ও বিতর্কিত নারী। শ্যুটিং শুরু হলো ইমারজেন্সির।’

 

ইন্দিরাকে পর্দায় ফুটিয়ে তোলা কি মুখের কথা! এ চরিত্রকে ১০০ শতাংশ জীবন্ত করে তুলতে পৃথিবীর অন্যতম সেরা রূপটান শিল্পী ডেভিড মেলিনোস্কি করেছেন নায়িকার মেকআপ।

 

১৯৭৫ থেকে ১৯৭৭-এ দেশের জরুরি অবস্থা, সেই সময়ের রাজনৈতিক পটভূমি সেলুলয়েডে তুলে ধরতে আগ্রহী ছিলেন কঙ্গনা। ছবির পরিচালকও নায়িকা স্বয়ং। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে ‘ধাকড়’। বক্স অফিসে যদিও খুব ভালো ফল করতে পারেনি। তবে এ নতুন ছবি নিয়ে যথেষ্ট আশাবাদী নায়িকা।

 

‘ইমারজেন্সি’ ছাড়াও কঙ্গনার হাতে রয়েছে বেশ কিছু ছবি। ‘মণিকর্ণিকা রিটার্ন্স’, ‘টিকু ওয়েডস শেরু’। তবে এ ছবিতে প্রযোজকের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।


মন্তব্য
জেলার খবর